সপ্তম দফার আগেই রাজ্যে ২৩টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল, দাবি অভিষেকের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সপ্তম দফার ভোটগ্রহণের আগেই রাজ্যে ২৩টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে এই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের প্রথম ৬ দফায় ভোট হয়েছে ৩৩টি আসনে৷ শেষ তথা সপ্তম দফায় ভোট হবে কলকাতার দুটি আসন, দমদম, যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, বারাসত, বসিরহাট আসনে৷

ডায়মন্ড হারবারে অভিষেক দাবি করেন, তৃণমূল গত ছ’পর্বেই রাজ্যে ২৩টি আসন অতিক্রম করে গিয়েছে।তিনি বলেন, “এটা আমার চ্যালেঞ্জ। ৪ জুন আমার দাবি মিলিয়ে নেবেন।”

অভিষেকের দাবি, পরিস্থিতি সুবিধার নয় দেখে বিজেপি নেতারা এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করছেন। তাঁর কথায়, “কেন্দ্রীয় বাহিনীও জানে যে ৪ জুন গণতান্ত্রিক জোট ‘ইন্ডিয়া’ কেন্দ্রে সরকার গঠন করবে।”

ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী দাবি করেন, এক জন আয়কর কর্তা তাঁকে জানিয়েছেন, ৩১ মে এবং ১ জুন পাঁচটি জায়গায় অভিযান চালাতে বলা হয়েছে। অভিষেকের কটাক্ষ, “বিজেপির অবস্থা হল অফ দি এজেন্সি, বাই দি এজেন্সি অ্যান্ড ফর দি এজেন্সি। কিন্তু আমরা জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য।”

error: Content is protected !!