ভারতের সঙ্গে ‘অন্যায়’ করেছিল পাকিস্তান, ২৫ বছর পর ভুল স্বীকার করল ইসলামাবাদ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতের সঙ্গে অন্যায় হয়েছিল, ২৫ বছর পর ইসলামবাদ ভুল স্বীকার করল। স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর চুক্তি হয়েছিল। মঙ্গলবার নওয়াজ স্বীকার করলেন, সেই চুক্তি ভেঙেছিল পাকিস্তানই। নওয়াজ মেনে নিয়েছেন যে, কার্গিলের যুদ্ধের জন্য দায়ী পারভেজ মুশারফই।

পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার ২৬তম বার্ষিকী উপলক্ষ্যে বক্তৃতা করছিলেন নওয়াজ। তিনি বলেন, “১৯৯৮ সালের ২৮ মে, পাকিস্তান পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। এরপর বাজপেয়ী সাহেব এখানে আসেন এবং আমাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। কিন্তু আমরাই ওই চুক্তি ভেঙেছিলাম…ওটা আমাদের ভুল ছিল।”

error: Content is protected !!