📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঘূর্ণিঝড় রিমালের শক্তি প্রায় নিঃশেষিত। এই মুহূর্তে বাংলাদেশের শ্রীমঙ্গল এলাকায় অবস্থান করছে সে। দক্ষিণবঙ্গে তার আর সামান্যতম প্রভাবও থাকছে না৷ চেরাপুঞ্জি এবং আগরতলা হয়ে শিলং, শিলচর দিয়ে মনিপুর, মিজোরাম সীমান্তে বিলীন হয়ে যাবে রাতের মধ্যেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং কাল। ৩১ তারিখে বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলে। আগামী ১ জুন সপ্তম দফার ভোট। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো যাওয়ার পূর্বাভাস রয়েছে৷
আবহাওয়া অফিস জানিয়েছে, জুন মাসের ১০ তারিখ নাগাদ বর্ষা আসবে বঙ্গে। কেরলে ১ জুন বর্ষা ঢোকার কথা। মৌসুমী বায়ুর উপর ঘূর্ণিঝড় রিমালের কোনও প্রভাব পড়েনি৷ জুন মাসে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই৷