📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিল্লিতে ফের বোমাতঙ্ক । এবার বোমা মেরে বিমান উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ । ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে । জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে দিল্লি থেকে বারাণসী যাওয়ার কথা ছিল ইন্ডিগোর 6E2211 বিমানটির । কিন্তু, উড়ানের ঠিক আগেই বিমানে বোমা রাখা আছে বলে একটি হুমকি বার্তা আসে । আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে । তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয় । অনেকে আবার লাফ দেওয়ারও চেষ্টা করেন । সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ বারাণসীর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বিমানটির । বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি উড়ানের আগে পাইলট শৌচাগারে একটি কাগজে হুমকি বার্তা পান । সেখানে লেখা ছিল, ‘৩০ মিনিটে বোমা বিস্ফোরণ’ । এরপরই বিষয়টা তিনি কন্ট্রোল রুমকে জানান । যাত্রীদের কাছে খবর পৌঁছতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে । ইন্ডিগোর তরফে সঙ্গে সঙ্গে উড়ানটি খালি করার ব্যবস্থা করা হয় । বিমানের এমার্জেন্সি গেট দিয়ে নামিয়ে আনা হয় যাত্রীদের । এদিকে, আতঙ্কের কারণে অনেকে এমার্জেন্সি গেট দিয়ে লাফানোরও চেষ্টা করেন । তবে, ইন্ডিগোর তরফে দ্রুত যাত্রীদের বের করে আনা হয় । ফ্লাইটে মোট ১৭৬ জন যাত্রী ছিলেন ।