📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোট। ওই দিনই দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক আহ্বান করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। কিন্তু সেই বৈঠকে যেতে পারবেন না বলে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বড়বাজারে সভা ছিল মমতার। সেই সভা থেকেই মমতা বলেন, ‘‘বিজেপি এ বার হারবে। ওরা সরকারে আসতে পারবে না। ১ তারিখ তো ‘ইন্ডিয়া’ টিম মিটিং ডেকে দিয়েছে।’’ তার পরেই মমতা বলেন, ‘‘কিন্তু আমি বলেছি, আমি ওই বৈঠকে যেতে পারব না। ওই দিন বাংলায় ন’টি আসনে ভোট রয়েছে। বাংলায় ছাড়াও বিহারে ভোট রয়েছে। উত্তরপ্রদেশে ভোট রয়েছে। অখিলেশ কী ভাবে যাবে?’’ তা ছাড়াও মমতা বলেন, ‘‘এক দিকে ভোট, অন্য দিকে দুর্যোগ পরবর্তী ত্রাণকার্য আমাকে তত্ত্বাবধান করতে হবে। ওটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’’
তবে বিরোধী জোটের বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি যাবেন কি না, সে ব্যাপারে মমতা অবশ্য কিছু স্পষ্ট করেননি। ওই দিন মমতারও ভোট রয়েছে। তিনি দক্ষিণ কলকাতার ভোটার। ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী। ওই দিন তাঁরও ভোটও রয়েছে।