📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আসানসোল শহরের প্রাণরেখা হিসাবে প্রবাহিত দামোদর নদ থেকে অনিয়ন্ত্রিত বালি চুরির বিরুদ্ধে পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক -কে খোলা চিঠি দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।
তাঁর বিস্ফোরক বক্তব্য, এই কাজ প্রশাসনের অগোচরে নয়, প্রশাসনের সম্পূর্ণ মদতে চলছে। আসানসোল পৌর নিগমের নিজস্ব আওতাধীন পাম্প হাউসের মধ্যে কমপক্ষে বিগত কয়েকমাস ধরে ঘটে চলেছে। আশ্চর্যজনক রূপে পৌরনিগমের দায়িত্বপ্রাপ্ত অধিকারিরকরা এই বিষয়ে দীর্ঘদিন ধরে নিশ্চুপ। পৌরনিগমের এইরূপ আচরন অত্যন্ত দুর্ভাগ্যজনক, দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক।
তিনি বলেন, অপরিকল্পিত ও অনৈতিক রুপে নদী গর্ভ থেকে বালি উত্তোলনের ফলে, সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। তিনি চিঠিতে আরও জানান যে, সর্বোপরি অনৈতিক বালি উত্তোলনের ফলে, রাজ্য সরকারের প্রভুত রাজস্ব ক্ষতি হচ্ছে।