মঙ্গলবার থেকে দক্ষিণে আবহাওয়ার উন্নতি, উত্তরে দুর্ভোগের আশঙ্কা


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। নেই কোনও আবহাওয়াজনিত সতর্কবার্তা। তবে সোমবার জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, ল্যান্ডফলের পর| কলকাতা থেকে ১১০ কিলোমিটার উত্তর–পূর্ব দিকে রয়েছে রেমাল। এই মুহূর্তে তা পশ্চিমবঙ্গের সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে। বাংলাদেশের মোংলা থেকে রেমালের দূরত্ব ৬৫ কিলোমিটার উত্তর–পূর্ব। এ ছাড়া, ক্যানিং থেকে ১০০ কিলোমিটার উত্তর উত্তর–পূর্ব, বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৫০ কিলোমিটার উত্তর–পশ্চিম এবং ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে রয়েছে রেমাল। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সন্ধে পর্যন্ত ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে রেমাল। তার পর তা শক্তি হারিয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। ক্রমে তা আরও উত্তর–পূর্ব দিকে সরবে। এদিকে, দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হলেও উত্তরে রয়েছে ভারী দুর্যোগের আশঙ্কা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *