📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার, ২৭ মে একাধিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হওয়ার কথা ছিল। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। তবে ঘূর্ণিঝড় রেমাল এর জেরে ঝুঁকি এড়াতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রেসিডেন্সি ও কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট দুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
২৭ মে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের দ্বিতীয় সিমেস্টারের একাধিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সোমবার পরীক্ষা হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রেমাল এর আগমন ঘিরে ইতিমধ্যে করা সতর্কবার্তা জারি করেছে রাজ্য প্রশাসন। ঝুঁকি এড়াতে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ফলে দুর্যোগের কথা ভেবেই বিপদ এড়াতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।