📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার গভীর রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানল ভয়াবহ ঘূর্ণিঝড় ‘রিমল’। কর্তৃপক্ষ দেশের নিম্ন-দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা থেকে আট লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে থাকার বন্দোবস্ত করেছে ইতিমধ্যেই।স্থানীয় আবহাওয়া অফিসের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, “ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশের মংলা ও খেপুপাড়া উপকূলের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে শুরু করে।”ঘূর্ণিঝড়টি মধ্যরাত ১২:০০-১:০০-র মধ্যে বাংলাদেশ অতিক্রম করে। এর পরে এটি ক্রমশ দুর্বল হতে শুরু করেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কবলে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে এবং দক্ষিণ-পূর্ব পটুয়াখালীতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত।
এরইমধ্যে রবিবারই ঘটেছে মর্মান্তিক নৌকাডুবি। পুলিশ জানিয়েছে ধারণ ক্ষমতার দ্বিগুণ বেশি যাত্রী বহনকারী একটি নৌকা মংলা বন্দরের কাছে ঝড়ের কবলে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিলেন।রাতেই নৌকাডুবির ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে নৌ পুলিশ, দমকল ও উপকূলরক্ষী বাহিনীর ডুবুরিরা। নদীতে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। কয়েকজন সাঁতরে পাড়ে উঠে এলেও এখনও বহু মানুষের খোঁজ মেলেনি। ফলে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন।