📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার রাত থেকে ঝড় এবং বৃষ্টিতে নাজেহাল কলকাতা। দুর্যোগের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল করছিল না। অবশেষে প্রায় ১০ ঘণ্টা পরে শিয়ালদহ দক্ষিণে ট্রেন চলা শুরু হল। প্রথমে ক্যানিং লোকাল ছাড়ার ঘোষণা হয়েছে। স্টেশনে এবং ট্রেনে থিকথিকে ভিড়। রেললাইনে গাছ পড়ে থাকায় সকাল থেকে পুরোপুরি বন্ধ রাখতে হয়েছিল ট্রেন পরিষেবা। অবশেষে কিছুটা স্বস্তিতে যাত্রীরা।
ট্রেনের পাশাপাশি মেট্রো পরিষেবাও ব্যাহত সকাল থেকে। সপ্তাহের প্রথম দিনে সকাল সকাল যাঁরা মেট্রোর ভরসায় বেরিয়েছিলেন, তাঁরাও ভোগান্তির মুখে। সোমবার সকালে মেট্রো স্টেশনে ঘোষণা হয়, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করবে। মাঝের স্টেশনগুলিতে জল ঢুকে যাওয়ায় পরিষেবা সচল রাখা যায়নি।
এমনিতেই ঝড়ের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। আগেই সেই ঘোষণা করে দিয়েছিল রেল। তবে কিছু ট্রেন চলার কথা ছিল। সকাল থেকে তা-ও বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। আপাতত ট্রেন চলা শুরু হলেও ভিড় ট্রেনে গাদাগাদি করে তাঁদের যেতে হচ্ছে। যেগুলি বাতিল করা হয়েছিল, সেগুলি বাতিলই থাকছে।