যাদবপুরে প্রার্থী সায়নী কেন? নির্বাচনীপ্রচারে জানালেন মমতা


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য রাজনীতিতে লোকসভা হোক কিম্বা বিধানসভা, যাদবপুর বরাবর একটা বড় ফ্যাক্টর। সেই যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে বিস্তর। যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তী এবার আর ভোট লড়ছেন না। সাংসদ থাকার সময়েও তাঁর অনুপস্থিতি নিয়ে বিস্তর আলোচনা, অভিযোগ উঠে এসেছে যাদবপুর থেকে। এবার প্রার্থী ‘এলাকার মেয়ে’ সায়নী। তাঁর প্রচারেই এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো জানালেন, কেন প্রার্থী হিসেবে সায়নীর নামের পাশেই সিলমোহর। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এদিন বলেন, ‘সায়নীকে দিয়েছি এই কারণে, আগেরবার আপনারা অতটা সার্ভিস পাননি।’ সঙ্গেই তিনি বলেন, ‘তার অবশ্য কোনও দোষ ছিল না। সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত। এটা আমাদেরই দোষ।’ মমতা বললেন, ভুল শুধরে নেওয়ার জন্য এবার প্রার্থী সায়নী। তিনি এলাকায় পড়ে থেকে লড়াই করবেন, উন্নয়নের কাজে। ভোটের আগে মমতার এই বক্তব্য তাৎপর্যপূর্ন বলেই মত ওয়াকিবহাল মহলের। 

error: Content is protected !!