📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ ২৬ মে চিপকে মহারণ । ২০১২ সালে এই মাঠেই কলকাতাকে প্রথম ট্রফি এনে দিয়েছিলেন গৌতম গম্ভীর, ২০২৪ এ তিনিই মেন্টর। প্ৰথর গুনছে তিলোত্তমা। এই মরশুমের শুরু থেকেই কেকেআরের খেলায় গ্যালারিতে থেকেছেন কিং। কিন্তু শেষবেলায় এসে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও। কেকেআরের মঙ্গলবারের ম্যাচে এসেই অসুস্থ হয়ে পড়েন কিং। স্বভাবতই সকলের চিন্তা ছিল, ফাইনালে তিনি আদৌও মাঠে থাকতে পারবেন কি না।
চিপকে ফাইনাল খেলবে কলকাতা, হুডিতে মুখ ঢেকে সপরিবারে চেন্নাই উড়লেন কিং খান
