টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হল! পরিষেবা চালু দক্ষিণেশ্বর ও টালিগঞ্জের মধ্যে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঘূর্ণিঝড় রেমালের জন্য এ বার আংশিক বন্ধ করে দেওয়া হল কলকাতা মেট্রোর পরিষেবাও। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে বিকেল সাড়ে ৫টা থেকে আর টালিগঞ্জ থেকে নিউ গরিয়া পর্যন্ত মেট্রো চলাচল করছে না। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন পর্যন্ত এখনও পর্যন্ত মেট্রো চলাচল জারি আছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই তাদের।

রবিবার রাতেই ঘূর্ণিঝড় রেমালের আছড়ে পড়ার কথা বাংলাদেশ এবং সাগরদ্বীপের মাঝামাঝি এলাকায়। যার জেরে দুই ২৪ পরগনায় জোরালো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। সেই সতর্ক বার্তার কিছু ক্ষণের মধ্যেই মেট্রোর তরফে আংশিক পরিষেবা বন্ধের ঘোষণা করা হয়। মেট্রো কর্তৃপক্ষের সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার দিকের সম্ভাব্য বিপদ এড়াতেই এই সিদ্ধান্ত।

টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের পর থেকে নিউ গড়িয়া বা কবি সুভাষ পর্যন্ত মোট ছ’টি স্টেশন রয়েছে। এগুলি হল— নেতাজি (কুঁদঘাট এলাকার জন্য), মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী), গীতাঞ্জলি (নাকতলা), কবি নজরুল (গড়িয়া বাজার), শহিদ ক্ষুদিরাম (ব্রিজি)।

error: Content is protected !!