কানের মঞ্চে সেরা অভিনেত্রী অনসূয়া, বিশ্বের দরবারে কলার তুললেন কলকাতার মেয়ে


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিশ্ববরেণ্য কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ফের কলার তুলল এক বাঙালি মেয়ে। বঙ্গতনয়া অনসূয়া সেনগুপ্ত , সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন কানের মঞ্চে। ‘দ্য শেমলেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনসূয়া। শুধু বাংলা নয়, একইসঙ্গে ভারতীয়দের মুকুটেও নতুন পালক জুড়েছেন এই বঙ্গতনয়া। তিনিই প্রথম ভারতীয় যিনি কানে এই পুরস্কার পেলেন। অনসূয়া সেনগুপ্ত একেবারে খাঁটি বাঙালি , তিনি কলকাতার মেয়ে। বেড়ে ওঠা লেখা-পড়া সবই তিলোত্তমায়। কলকাতার লেক গার্ডেনসে তাঁর বাড়ি, লেখাপড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি সাহিত্য নিয়ে। অনসূয়া বর্তমানে থাকেন গোয়াতে। কাজ করেন প্রোডাকশন ডিজাইনার হিসেবে। একাধিক নামজাদা ছবির প্রোডাকশন সাজিয়েছেন অনসূয়া। ‘ফরগেট মি নট’ এবং ‘মাসাবা মাসাবা’র প্রোডাকশন ডিজাইন অনসূয়ারই করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *