আনারের দেহের খোঁজে ভাঙড়ের জঙ্গলে সিআইডি, জাহিদকে জেরায় নয়া তথ্য

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশের আওয়ামি লিগের সাংসদ আনার আজিমের দেহ উদ্ধারে এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে অভিযান চালালেন রাজ্যের গোয়েন্দারা। ঢোলেরহাটের জঙ্গলে শুক্রবার দুপুরে অভিযান চালান সিআইডি কর্তারা। তাঁদের দাবি, নিউটাউনের আবাসন থেকে সাংসদের দেহকে ট্রলি বন্ধ অবস্থায় এই জঙ্গলে ফেলে দেওয়া হতে পারে। এদিন এক মিনিট নয় সেকেন্ডের এক সিসি ফুটেজে সবুজ ট্রলির ছবি ধরা পড়েছে। সেই সবুজ ট্রলির সন্ধানে এখন সিআইডি।

এদিকে রাজ্য গোয়েন্দা দফতরের এক সূত্রে দাবি করা হয়েছে, ঘটনার দিন বাংলাদেশের সাংসদকে খুনের পর ওই আবাসনেই রাত কাটায় দুষ্কৃতীরা। তাদের মধ্যে ছিল মডেল শিলাস্তি রহমানও। প্রাথমিক তদন্ত সিআইডির দাবি, দেহ কুপিয়ে তাতে হলুদ মাখিয়ে ফ্রিজে রাখা হয়েছিল। তারপর চলেছিল উল্লাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *