দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা, চক্রান্তের অভিযোগ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঘাটালে শনিবার নির্বাচন। নির্বাচনের একদিন আগে দাসপুরে একটি গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, গাড়িটি বিজেপি নেতা প্রশান্ত বেরার। গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। শাসকদলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

পুলিশ সূত্রে খবর, দাসপুরের খুকুরদায় নাকা চেকিং চলছিল। বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি আটকানো হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ২৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়ছে, ওই টাকার বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেননি কেউ। উদ্ধার হওয়ায় টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খোঁজ চালানো হচ্ছে।

error: Content is protected !!