ওবিসির দায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর ঘাড়েই ঠেললেন উপেন বিশ্বাস! দিলেন ব্যাখ্যাও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার আদালতের রায় সামনে আসার পরই নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন, ‘আদালতের এই রায় মানছি না। ওবিসি সংরক্ষণ যেমন চলছে, তেমনই চলবে।”

আদালতের নির্দেশ ধরে নিলে বাতিল হতে পারে প্রায় ৫ লাখ ওবিসি সার্টিফিকেট। স্বাভাবিকভাবে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। পরিস্থিতির জন্য বিরোধীরা শাসকদলকেই দুষছে। এমন পরিস্থিতিতে ঘটনার জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দায়ী করলেন রাজ্যের প্রাক্তন অনগ্রসর শ্রেণি উন্নয়ন মন্ত্রী তথা প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *