কুচি কুচি করে কাটা হয় মাংস-হাড়, ছাড়িয়ে নেওয়া হয় শরীরের চামড়া! বাংলাদেশ সংসদ খুনে নৃশংস তথ্য

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশ সাংসদকে খুনের পর পরিচয় লোপাটে শরীর থেকে চামড়াও ছাড়িয়ে নেয় আততায়ীরা। কুচি কুচি করে কাটা হয় মাংস। টুকরো টুকরো করে কাটা হয় সব হাড়। তারপর কলকাতার আশপাশে ফেলে দেওয়া হয় দেহাংশ। মুম্বই থেকে কসাই এনে নিউটাউনেই বাংলাদেশের সাংসদকে খুন! খুনের পর আলাদা করা হয়েছিল হাড়-মাংস! প্লাস্টিক প্যাকেটে মাংস, হাড় ভরে ফেলা হয় দেহের টুকরো। ধৃত জিহাদ জুবেরকে জেরা করে জানল সিআইডি।

বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর মোড়। মুম্বই থেকে কসাই জিহাদকে কলকাতায় আনে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান। দুই মাস আগে কলকাতায় নিয়ে আসে সে। আখতারুজ্জামান পরিকল্পিত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। আখতারুজ্জামানের নির্দেশে ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন। তারপর খুনের পর পরিচয় লোপাটে শরীর থেকে চামড়াও ছাড়িয়ে নেয় আততায়ীরা। শ্বাসরোধ করে খুনের পরে গোটা শরীরের চামড়া ছাড়িয়ে নেয় আততায়ীরা।

শরীর থেকে চামড়া ছাড়িয়ে কুচি কুচি করে মাংস কাটে আততায়ীরা। দেহের মাংস ছাড়াও টুকরো টুকরো করে কাটা হয়েছিল সমস্ত হাড়। মাংস, হাড়ের টুকরো প্লাস্টিক ব্যাগে নিয়ে বেরিয়ে যায় আততায়ীরা। প্লাস্টিক প্যাকেটে মাংস, হাড় ভরে ফেলে দেওয়া হয়। বনগাঁ থেকে জুবের ওরফে জিহাদ নামে কসাইকে গ্রেফতার। জিহাদ নামে কসাইকে গ্রেফতার করে চাঞ্চল্যকর দাবি সিআইডির। এমনটাই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *