বায়ুদূষণ রুখতে পদক্ষেপ পুরসভার, মৃতের সঙ্গে চুল্লিতে যাবে না বালিশ, কম্বল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বায়ুদূষণ প্রতিরোধ করতে নতুন পদক্ষেপ করল কলকাতা পুরসভা৷ সিদ্ধান্ত হয়েছে, মৃতদেহের সঙ্গে বালিশ, কম্বল চুল্লিতে ঢোকানোর যে রীতি এতদিন ধরে চলে আসছে তা বন্ধ করতে হবে৷ মৃতদেহের পরিধানে যে পোশাক থাকবে, তার সঙ্গে বড়জোর একটি পাতলা চাদর চুল্লিতে ঢোকানো যাবে।

কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিশ দিয়ে একথা জানানো হয়েছে৷ পুরসভার বক্তব্য, মৃতদেহের সঙ্গে চুল্লিতে আনুষাঙ্গিক নানান জিনিস ঢুকিয়ে দেওয়া হয়। সেগুলি পুড়ে বায়ুদূষণ হয়। ভারী কম্বল, তোষক তো বটেই, এমনকি মৃতদেহের সঙ্গে বালিশও ঢুকিয়ে দেওয়া হচ্ছে চুল্লিতে। পুর কমিশনার ধবল জৈন জানিয়েছেন, এই ধরণের জিনিসপত্র পুড়ে ক্ষতিকর বিপজ্জনক দূষণকণা তৈরি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *