📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শাহরুখ খান । বৃহস্পতিবারই মুম্বই ফিরছেন অভিনেতা । হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বুধবার থেকে হাসপাতালে ভর্তি কিং খান । আমেদাবাদের কে ডি হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা । তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বেগে ছিলে ভক্তরা । জানা গিয়েছে, ভাল আছেন অভিনেতা । কিং খানের ম্যানেজার পূজা দাদলানিও জানিয়েছেন, আগের থেকে অনেকটা ভাল আছেন বলি বাদশাহ ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় কিং খানকে । সোজা হাসপাতাল থেকেই এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেন তিনি । সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান । আমেদাবাদ বিমানবন্দর থেকে একটি চার্টার্ড বিমানে মুম্বই যাওয়ার কথা তাঁর । কিং খানকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শই দিয়েছেন ডাক্তাররা।