‘রাজ্যে ৩০টি আসন পেলেই তৈরি হবে BJP সরকার’, নির্বাচনী সভায় দাবি শুভেন্দুর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: “রাজ্যে ৩০ টি আসন পেলে পশ্চিমবঙ্গে BJP সরকার তৈরি হবে।” কাঁথির নীলপুরে একটি নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবারের ওই সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন রাজ্যে ৩০ টি আসনে BJP জয় পেলেই ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। অর্থাৎ, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ভেঙে ক্ষমতায় আসবে BJP। তিনি বলেন, ” নরেন্দ্র মোদী বলেছেন আপনারা যে ফ্রি রেশন পান প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে, আরও পাঁচ বছর মাথাপিছু পাঁচ কেজি করে চাল, গম বা আটা এই কর্মসূচি চালু থাকবে। নরেন্দ্র মোদী বলেছেন সত্তর বছর বয়স হলে সমস্ত প্রবীণ, প্রবীণার চিকিৎসা করাবেন নরেন্দ্র মোদী। তিনি এই গ্যারান্টি দিয়েছেন। আর আমরা পশ্চিমবঙ্গে বলছি যে ৩০টা পদ্ম হলে BJP-র সরকার তৈরি হবে। ডবল ইঞ্জিন।”

error: Content is protected !!