📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আমেদাবাদের হাসপাতালে ভর্তি শাহরুখ খান, বুধবার সন্ধেয় এই খবর ছড়িয়ে পড়তেই কিং খান ভক্তদের মধ্যে বাড়তে থাকে উদ্বেগ। কেকেআর সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। দীর্ঘ এক দশক পর নাইটদের সামনে আবার আইপিএল জয়ের হাতছানি, রবিবাসরীয় ফাইনালে কি তাহলে দেখা যাবে না বলিউড বাদশাকে? নাহ, দেখা যাবে। নিজের দলের হয়ে গলা ফাটাতে গ্যালারিতে থাকবেন শাহরুখ, আশ্বাস দিলেন স্বয়ং জুহি চাওলা।
কলকাতা নাইট রাইডার্সের যৌথ মালিকানা রয়েছে শাহরুখ এবং জুহির হাতে। জুহি সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সব ঠিক থাকলে আইপিএল ফাইনালে চিপকে উপস্থিত থাকবেন কিং খান।
হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হন শাহরুখ। অভিনেতা এখন আগের থেকে অনেকটাই সুস্থ। জানা গিয়েছে, বৃহস্পতিবারই গৌরী খানের সঙ্গে মুম্বই ফিরবেন শাহরুখ।