বাংলাদেশের সাংসদ খুনে গ্রেফতার তিন, ঝিনাইদহ থেকে গ্রেফতার দুষ্কৃতীরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতায় খুন বাংলাদেশের সাংসদ। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার তিন। বুধবার ঢাকায় এই খবর জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদউজামান খান। তিনি জানিয়েছেন, ঝিনাইদহের সাংসদের নিখোঁজের ঘটনার তদন্তে নেমে তাঁরা জানতে পারেন, কলকাতার একটি বাড়িতে তাঁকে খুন করা হয়েছে। এই ব্যাপারে কলকাতার পুলিশ এবং ঢাকা পুলিশ যৌথ ভাবে কাজ করছে। প্রাথমিক তদন্তে আওয়ামি লিগের সাংসদ খুনে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউটাউন থেকে উদ্ধার বাংলাদেশের সাংসদের দেহ। মৃত ব্যক্তি নাম আনোয়ারুল আজিম আওয়ামি লিগের ৩ বারের সাংসদ। গত ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার সকালে নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হয় তাঁর দেহ। খুন নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ ছিলেন আনোয়ারুল আজিম। তিন গত ১২ মে কলকাতায় চিকিৎসার জন্য আসেন। গত ১৬ মে সিঁথি এলাকায় তাঁর বন্ধুর বাড়ি থেকে বেরোন। এরপরই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। আনোয়ারুলের পরিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরে যোগাযোগ করেন। এরপরই দিল্লি ও কলকাতার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের দূতাবাস। পুলিশ সূত্রে খবর, তাঁর ফোনের সিমকার্ডের লোকেশন বলছেন, একদিন বিহারে ছিলেন তিনি।

error: Content is protected !!