📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাসপাতালে ভর্তি বলিউড কিং শাহরুখ খান । জানা গিয়েছে, প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন বলি বাদশাহ । হিটস্ট্রোকের কারণে বুধবার সকালে তাঁকে আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি । জানা গিয়েছে, মঙ্গলবার কেকেআরের প্লে অফ ম্যাচের পর থেকে অসুস্থবোধ করছিলেন তিনি । বুধবার সকালে অসুস্থতা বাড়ে । হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন কিং খান ।
জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা নাগাদ অসুস্থ বোধ করেন শাহরুখ । এরপর তাঁকে দুপুর ১টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । প্রাথমিক চিকিৎসার পর এখন আগের থেকে ভাল আছেন কিং খান, এমনটাই জানা যাচ্ছে । যদিও, কিং খানের টিমের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি । কিং খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ বেড়েছে । কিং খানের দ্রুত সুস্থতা কামনা করেছেন দেশবাসী ।