📝 অনুব্রত সাহা মিঠুন , Todays Story: ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে, কলকাতার নিউটাউনে।
বুধবার, ভারতীয় উপদূতাবাস সূত্রে এই তথ্য জানা যায়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সাংসদের মৃত্যুর খবরে, ঝিনাইদহ কালীগঞ্জে তার গ্রামের বাড়িতে আত্মীয়স্বজন ও নেতাকর্মীদের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আনোয়ারুল আজিম, ভারতের পশ্চিমবঙ্গে যান ১২ মে ২০২৪। পরদিন চিকিৎসকের কাছে গিয়ে আর ফেরেননি জানিয়ে, ১৮ মে ২০২৪ বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি।