জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ, গ্রেফতার ২, অধরা মূল অভিযুক্ত

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জলপাইগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশন আশ্রম ভবনে হামলার ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত। তবে এখনও ফেরার মূল অভিযুক্ত প্রদীপ রায়। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর খোঁজ পায়নি পুলিশ।

সূত্রের খবর, মঙ্গলবার শিলিগুড়ি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সেবক রোডের দ্বিতল ভবন ‘সেবক হাউসে’ হামলা চালায় ১০-১২ জন দুষ্কৃতী। অভিযোগ, সালুগারার বাসিন্দা প্রদীপ রায়ের প্ররোচনায় আচমকা আশ্রমের ভিতরে ঢুকে পড়ে তারা বলে অভিযোগ। এ নিয়ে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে মিশন কর্তৃপক্ষ। তারপরই থানায় গিয়ে খোদ আক্রান্ত মহারাজের নামেই অভিযোগ জানান অভিযুক্ত প্রদীপ পায়। এরপর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর খোঁজ পায়নি পুলিশ। ঘটনার পর সেবক হাউজ সিল করে দিয়েছে পুলিশ। এ নিয়েও উঠছে প্রশ্ন।

error: Content is protected !!