📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলায় আক্রান্ত রামকৃষ্ণ মিশন। সোমবার রাজ্যে নির্বাচনী প্রচারে এসে এই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রামের জনসভায় তিনি দাবি করেন, তৃণমূল সরকারের আমলে বাংলার কোনও মঠ আজ সুরক্ষিত নয়। ভোট মঞ্চ থেকে এই আক্রমণে উসকানি দিচ্ছেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী অভিযোগ সরাসরি খারিজ করলেন তৃণমূল নেত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের কোনও আশ্রমের উপর হামলা হয়নি।
সপ্তম দফার ভোটের আগে মঙ্গলবার উত্তর ২৪ পরগনায় জোড়া জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বসিরহাটের পর অশোকনগরের জনসভা থেকে বিজেপির দিকে তাঁর হুঙ্কার, তিনি ব্রাহ্মণ সন্তান, এর জন্য তিনি বিজেপির সার্টিফিকেট নেবেন না।