শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর হামলা, উঠল অপহরণের অভিযোগ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শিলিগুড়িতে এবার রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। জানা গিয়েছে, স্থানীয় KGF গ্রুপকে ব্যবহার করে সেই বাড়ি ও জমি দখল করতে চাইছে জমি মাফিয়ারা। রবিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডের পাশে শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের ‘সেবক হাউস’-এ ওই ঘটনাটি ঘটেছে। জমি মাফিয়ারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মারধর করে বলেও অভিযোগ। পুলিশ জানায়, কেজিএফ গ্রুপকে ব্যবহার করে মিশনের জমি দখল করতে চাইছে জমি মাফিয়ারা। রবিবার ভোরে প্রায় ৩০ জন সশস্ত্র দুষ্কৃতী রামকৃষ্ণ মিশনের ওই সেবক হাউসে ঢুকে সেখানকার কর্মীদের মারধর করে তাদের তুলে নিয়ে গিয়ে শহরের বিভিন্ন প্রান্তে তাদের ছেড়ে দেয়। ঘটনা নিয়ে মুখ খুললে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরে ওই একই গ্রুপের মাধ্যমে বেশ কয়েকজন মহিলাকে রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে ঢুকিয়ে তা দখল নেওয়ার চেষ্টা করে জমি মাফিয়ারা বলেও অভিযোগ করা হয়। পুলিশ আসার পর তারা ওখান থেকে সরে যায়।

error: Content is protected !!