📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ ও ইস্কন সহ সনাতনী সমাজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজনৈতিক মঞ্চ থেকে অপমানের প্রতিবাদে ‘কালচারাল এন্ড লিটেরেরী ফোরাম অফ বেঙ্গল’ দুর্গাপুর সিটি সেন্টারের মাঙ্গলিক হলে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানালো।
এদিন, সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালচারাল ফোরামের রাজ্য সভাপতি আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারী, প্রাক্তন প্রধান শিক্ষক বিধানচন্দ্র ইন্সটিটিউশনের উজ্জ্বল সরকার, সন্ত সমাজের পক্ষে শ্যামসুন্দর মিশ্র, দেবার্পণ ব্যানার্জি সহ শিল্পাঞ্চলের বহু বিশিষ্ট মানুষ।
জিতেন্দ্র তেওয়ারী জানান, আসানসোল তথা পশ্চিম বর্ধমান থেকে রাজ্যের সরকার সর্বাধিক রাজস্ব আদায় করলেও বঞ্চিত করছেন শিল্পাঞ্চলের নাগরিকদের। আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্ররা সারা দেশকে গর্বিত করছে, অথচ মুখ্যমন্ত্রী অপমান করেছেন গর্বের রামকৃষ্ণ মিশনকে। আমরা নিঃশর্ত ক্ষমা চাওয়ার আবেদন রাখলাম।

