ধোনি লন্ডন যাচ্ছেন ফের হাঁটুর অস্ত্রোপচার করাতে, ফিরে এসেই অবসরের সিদ্ধান্ত!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চলতি আইপিএলেও হাঁটুর পেশিতন্তু ছিড়ে গিয়েছিল এম এস ধোনির। কিন্তু তিনি কাউকে বুঝতে দেননি। দলের হয়ে আট নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেছেন। শেষ ম্যাচেও তিনি বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৩ বলে ২৫ রান করে মাঠ ছেড়েছেন। তিনি সফল হলেও দল হেরে বিদায় নিয়েছে।

চেন্নাই বিদায় নিতেই আর সেই শহরে থাকেননি, চলে এসেছিলেন নিজের শহরে রাঁচিতে। হতাশায় ছিলেন, তারপরে সিদ্ধান্ত নিয়েছেন লন্ডনে যাবেন হাঁটুর চিকিৎসা করাতে। সেরকম হলে তিনি অস্ত্রোপচারও করাতে পারেন নামী চিকিৎসক দীনেশ পারদিয়লার কাছে। যিনি ঋষভেরও সফল হাঁটু অস্ত্রোপচারে সুস্থ করে তুলেছেন।

ধোনিকে এবার একবারই ম্যাচ শেষে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল। তারপর আর তাঁকে চোটগ্রস্ত মনে হয়নি। কিন্তু গতবারও দেখা গিয়েছিল আইপিএল শেষে তিনি হাঁটুর অস্ত্রোপচার করে মাঠে ফিরে এসেছিলেন।

error: Content is protected !!