📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রভু জগন্নাথদেব নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত! এমনই বিতর্কিত মন্তব্য করেছেন পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্র৷ তাই নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে৷ বিরোধীরা বিঁধছেন বিজেপিকে।
সোমবার পুরীতে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। জগন্নাথ মন্দির দর্শন করেন তিনি৷ সংবাদমাধ্যমের সামনে তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সম্বিত বলে বসেন, প্রভু জগন্নাথদেব মোদীর ভক্ত!
বিজেপির অবশ্য দাবি, মুখ ফসকে এমন কথা বলে ফেলেছেন সম্বিত৷ তিনি বলতে চেয়েছিলেন, মোদী প্রভু জগন্নাথদেবের ভক্ত৷ কিন্তু তাতে কি আর ভবি ভোলে! ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়ক তীব্র সমালোচনা করেছেন বিজেপির।