মঙ্গলে মঙ্গল, সোনা-রুপোর দামে বড় পতন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সপ্তাহের দ্বিতীয় দিনে স্বস্তি । সোনার দামে বিরাট পতন । এদিন, গহনা সোনা ও পাকা সোনা দুইয়েরই দাম কমেছে । অন্যদিকে, রুপোর দামও উল্লেখ্যযোগ্য হারে কমেছে । ফলে সাময়িক স্বস্তিতে মধ্যবিত্তরা ।

গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৬০০ টাকা । মঙ্গলবার কলকাতায় এই পরিমাণ সোনার দাম হয়েছে ৬৮,৩০০ টাকা । অন্যদিকে, পাকা সোনার ১০ গ্রামের দাম ৬৫০ টাকা বেড়ে হয়েছে ৭৪,৫১০ টাকা ।

রুপোর দামেও বড় পতন । এক কেজি রুপোর বাটের দাম ১৯০০ টাকা কমেছে । এদিন, কলকাতায় এই পরিমাণ রুপোর দর হয়েছে ৯৪,৬০০ টাকা ।

error: Content is protected !!