বেলা বাড়লেই শুরু হবে ঝড়-বৃষ্টি, সপ্তাহান্তে বড় দুর্যোগের আশঙ্কা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সপ্তাহভর দুর্যোগের আশঙ্কা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ, মঙ্গলবারও দুপুরের পর থেকে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা৷ তবে তার আগে পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে। আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও ঝড়বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার থেকে তীব্র হবে দুর্যোগ। সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উপকূল অঞ্চলেও জারি করা হয়েছে সতর্কতা। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ আবহাওয়া দফতরের।

error: Content is protected !!