📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সারাবছরই বিভিন্ন সামাজিক কাজে উদ্যোগী চারুচন্দ্র কলেজের জাতীয় সেবা প্রকল্প বিভাগ ( এন.এস.এস) ছাত্রছাত্রীরা । তেমনই ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ রুখতে আজ ২০ মে সোমবার চারুচন্দ্র কলেজের এন.এস.এস বিভাগ। বিভাগীয় স্বেচ্ছসেবকরা তাদের কলেজ চত্বর নিজেরা পরিষ্কার করে। আসন্ন বর্ষায় জল জমা রোখার বিষয় বিশেষ ভাবে নজর দেয়।
স্বেচ্ছাসেবকরা লেক মার্কেট অঞ্চলে ডেঙ্গু সচেতনতা নিয়ে মিছিল করে। তারা অঞ্চলের বিভিন্ন দোকানে, পথচলতি মানুষের এমনকি বিভিন্ন বাড়ির দরজাতেও ডেঙ্গু সংক্রান্ত সচেতনতা মূলক প্রচার চালায়। চারুচন্দ্র কলেজের জাতীয় সেবা বিভাগের প্রোগ্রাম অফিসার ও পরিবেশ বিদ্যার অধ্যাপিকা নূপুর রায় বলেন ” ডেঙ্গু নিয়ে সচেতনতা আমাদের সারা বছর থাকা উচিত। আগে বছরের একটি নির্দিষ্ট সময় ডেঙ্গুর প্রভাব দেখা গেলেও এখন তা সারাবছর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু প্রতিরোধের সামান্য কিছু বিষয় যেমন জল জমতে না দেওয়া থেকে সারা বছর মশারি টাঙিয়ে ঘুমানো এই বিষয়গুলো সর্বদা মাথায় রাখতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ পরিবেশকে সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে ।”