যাদবপুর সাঁপুইপাড়া মোড়ে সিপিএমের প্রচার সভায় লোক সংখ্যা প্রায় শূন্য

📝 ভাস্কর ঘোষাল , Todays Story: যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলেের প্রার্থী সায়নী ঘোষ। সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি।

আজ সিপিএমের প্রচার সভা ছিল যাদবপুর সাঁপুইপাড়া মোড়ে। দেখা গেলো লোক সংখ্যা প্রায় শূন্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যাদবপুর লোকসভা নির্বাচনে জয়ী হবে তৃণমূল। এখন রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ দ্বিতীয় সিপিএম না বিজেপি ৪ ঠা জুনের সময় অপেক্ষা।