📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ওড়িশার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে প্রার্থনা করেছেন এবং রত্ন ভান্ডার (কোষের) হারিয়ে যাওয়া চাবি নিয়ে ক্ষমতাসীন বিজেডি সরকারকে আক্রমণ করেছেন। নবীন পট্টনায়েকের দলের বিরুদ্ধে তার আক্রমনাত্মক র্যাম্পিং করে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে বারো শতকের মন্দির BJD শাসনে নিরাপদ ছিল না।
আঙ্গুলে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, “বিজেডি শাসনে পুরীর জগন্নাথ মন্দির নিরাপদ নয়। ‘রত্ন ভান্ডার’ চাবি গত ৬ বছর ধরে হারিয়ে গেছে।” ২৫ মে রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের সাথে পুরীতেও ভোট হবে।