📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চপার দুর্ঘটনায় মৃত্যু হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। এমনই দাবি করল সংবাদসংস্থা রয়টার্স। রবিবার পাহাড়ের মাঝে একটি চপার ভেঙে পড়ে। ওই চপারেই ছিলেন ইব্রাহিম। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পরেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, আজারবাইজান সীমান্তের কাছে গিয়েছিলেন রাইসি। তাঁর সঙ্গে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান। সেখান থেকে ফেরার সময়ই দুর্ঘটনা ঘটে। প্রবল বৃষ্টি এবং কুয়াশার জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমাণ। সোমবার সকালে তুরস্কের একটি ড্রোনের মাধ্যমে একটি ছবি তোলা সম্ভব হয়। যেখানে পাহাড়ের মাঝে জলন্ত কিছু একটা দেখতে পাওয়া গিয়েছিল।
চপার দুর্ঘটনার উদ্ধারকাজ চালানোর জন্য ইরানকে সহযোগিতা করছে তুরস্ক। যেখানে আগুন দেখা গিয়েছে, সেখানে গিয়ে তল্লাশি চালানোর চেষ্টা করা হচ্ছে।