📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিজেপিকে বাংলা বিরোধী বলতে কোনও সুযোগ হাতছাড়া করে না তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক বিজেপি নেতাদের ‘বহিরাগত’ বলেই দাবি করে তৃণমূল। এই ইস্যুতে বাংলার শাসক শিবিরকে পাল্টা নিশানা করে মোদী বললেন, তৃণমূলের কাছে অনুপ্রবেশকারীরাই কাছের মানুষ।
রবিবার বাংলায় তিনটি সভা করেছেন নরেন্দ্র মোদী। পুরুলিয়া, বিষ্ণুপুরের পর মেদিনীপুরের মঞ্চ থেকে নিজের বক্তব্য রাখেন তিনি। সাধু-সন্তদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তার পাল্টা এদিন দিয়েছেন মোদী। তাঁর অভিযোগ, ভোটব্যাঙ্ক রাজনীতির চাপে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহানকে তিনি বাঁচাতে চান, আবার যে বিধায়ক হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলে, তাঁর বিরুদ্ধেও কোনও কথা বলেন না। এই প্রসঙ্গে সেই অনুপ্রবেশকারী ইস্যুর কথা টেনে আনেন মোদী।