📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তিনি থাকছেন। কোথাও যাচ্ছেন না। তিনি মহেন্দ্র সিং ধোনি। শনিবার চিন্নাস্বামীতে তাঁর আউট হওয়ার পর যে অবসর জল্পনা তৈরি হয়েছিল, তা ফের ধামাচাপা পড়ে গেল। ম্যাচ শেষে ধোনির অবসর জল্পনা উড়িয়ে দিয়ে গেলেন চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনি যা জানেন, তাতে মহেন্দ্র সিং ধোনির আইপিএল থেকে অবসরের কোনও খবর নেই।
১৩ বলে ২৫ রান। শনিবার রাতে বেঙ্গালুরু এখানেই থেমেছে মহেন্দ্র সিং ধোনির ইনিংস। তিনি আউট হতেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন সিএসকে। এরপর থেকেই শুরু হয়েছিল ধোনির অবসরকে কেন্দ্র করে সেই জল্পনা। যাতে আপাতত জল ঢেলে দিল চেন্নাই।
তবে পন্ডিতরা বলছেন তিনি মহেন্দ্র সিং ধোনি। কখন কী করবেন, একমাত্র তিনিই জানেন। যেমনটা করেছেন এই মরশুমের গোড়াতেই। আইপিএল শুরুর আগে অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছিলেন রুতুরাজ গাইকোয়াডের হাতে। আবার নিজের প্যাড কখন খুলে ফেলবেন, সেই ঘোষণা ধোনি ছাড়া হয়তো ইশ্বরও জানতে পারবেন না।