সুকান্ত মজুমদারকে শোকজ করল কমিশন, তৃণমূলকে নিয়ে ‘আপত্তিকর’ বিজ্ঞাপনের অভিযোগ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার সুকান্ত মজুমদার। পর পর বিজেপির দুই প্রার্থীর কাছে এল নির্বাচন কমিশনের নোটিস। পঞ্চম দফার ভোটের দু’দিন আগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল কমিশন।

অভিযোগ, তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে ‘আপত্তিকর’ ভাষায় সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপিয়েছিল বিজেপি। সেই ঘটনায় শাসকদলের অভিযোগের প্রেক্ষিতে সুকান্তকে জোড়া শোকজ নোটিস পাঠিয়েছে কমিশন।

চিঠিতে কমিশনের তরফে বলা হয়েছে, কেন বিজেপির দেওয়া ওই বিজ্ঞাপনকে নির্বাচনী বিধি ভঙ্গের আওতায় ফেলা হবে না, সুকান্তকে তার কারণ ব্যাখ্যা করতে হবে। আগামী মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে বালুরঘাটের বিজেপির প্রার্থীকে এই শোকজের জবাব তলব করা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে কমিশন।

error: Content is protected !!