📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলা ফুটবলে নবজোয়ার। আইএফএ-র (ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) সঙ্গে শ্রাচী স্পোর্টস অ্যান্ড গ্রুপের ঐতিহাসিক মৌ চুক্তি শনিবার স্বাক্ষরিত হয়েছে। প্রতিবছরে আইএফএ-কে তারা দেবে আড়াই কোটি টাকা। তিন বছরে যার পরিমাণ সাড়ে সাত কোটি টাকা।
শনিবার দুপুর মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে দুই সংস্থার মধ্যে চুক্তি হয়েছে। বাংলা ফুটবলের উন্নতির লক্ষ্যে শ্রাচী গ্রুপ এবার থেকে পাশে থাকবে। তাদের হয়ে ছিলেন কর্ণধার রাহুল টোডি, ম্যানেজিং ডিরেক্টর তমাল ঘোষাল, এ কে সিংয়ের মতো আধিকারিকরা।
আইএফএ-র পক্ষে সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, কলকাতা লিগ, আইএফএ শিল্ড এবং আইএফএ-র ফুটসলের শ্রাচী গ্রুপ পৃষ্টপোষকতা করবেন। আইএফএ কর্তারা নানা পরিকল্পনা দেবেন, সেটিকে বাস্তবায়িত করবে ওই গ্রুপ অব কোম্পানিজ। এমনকী বাংলা ফুটবলের লক্ষ্যে ৩০০ জন খুদে ফুটবলার নিয়ে একটি আধুনিকমানের আবাসিক অ্যাকাডেমি করা হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, আইএফএ এর আগে ১৯৯৫ সালে ইএসপিএন-র সঙ্গে দশ বছরের জন্য (১৯৯৫-২০০৪) চুক্তি করেছিল। সেবার প্রতি বছরে চুক্তি হয়েছে এক কোটির বেশি, দশ বছরে প্রায় ১১ কোটি টাকা।