📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পরিচালক অনুরাগ কাশ্যপের পরবর্তী ছবিতে কাজ করছেন বাঙালী অভিনেতা ঋদ্ধি সেন। অনুরাগ কাশ্যপের এই ছবির মূল চরিত্রে আছেন ববি দেওল। এছাড়াও এই ছবিতে সান্যা মালহোত্রাও রয়েছেন। ঋদ্ধির চরিত্রটিও বেশ ইন্টারেস্টিং। অনুরাগের পরিচালনায় তাঁর কাজ দেখার জন্য যে বাঙালিরা মুখিয়ে থাকবেন, সংশয় নেই। তবে কিছুদিন আগেই কাশ্যপ বলেছিলেন – বাংলা ছবি ‘ঘটিয়া’ তার এই কোথায় বিতর্ক দানা বেধেছিল।