বিক্রমের জন্মদিনের দিনেই সুখবর, কালভৈরবী রূপে পথকুকুরদের রক্ষাকর্তা হিসেবে আসছে ‘পারিয়া ২’

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গতকাল ১৭ মে ছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই দিনেই সুখবর শোনালেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। এবার আসছে ‘পারিয়া ২’ । ছবির মোশন পোস্টার শেয়ার করে অফিসিয়ালি পারিয়া ২ আসার খবর দিলেন তথাগত।

মোশন পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ওদের যারা কেড়েছে মাটি, কেড়েছে সবুজ – কেড়েছে ওদের আকাশ, কালভৈরব মৃত্যুরথে, ধ্বংসহাতে- করবে তাদের বিনাশ।’

error: Content is protected !!