ঘাটাল মাস্টারপ্ল্যান কবে, দেবের হয়ে প্রচার করতে গিয়ে জানালেন মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নিকাশি সমস্যার স্থায়ী সমাধানে ঘাটাল মাস্টারপ্ল্যানের দাবি দীর্ঘদিনের। এলাকাবাসীর এই দাবি কবে পূরণ হবে। শুক্রবার ঘাটালের সভা থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবের হয়ে প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিন চার বছরের মধ্যেই মাস্টার প্ল্যান শেষ হবে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জানি ঘাটালের মানুষকে নিকাশির জন্য সমস্য়ায় পড়তে হয়। কিন্তু এটা এত অল্প টাকার। আপনাদের বলছি, আর একটু অপেক্ষা করতে হবে। সার্ভে শুরু হয়েছে। তিন চার বছরের মধ্যে মাস্টারপ্ল্যান শেষ হবে।”

দুবারের সাংসদ দেবকে এবারেও ঘাটাল থেকে প্রার্থী করেছে তৃণমূল। এই নিয়ে ঘাটালের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, “কোভিডের সময় দেব অনেক পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছে। খুব ভাল ছেলে। অনেক কাজ করেছে।”

error: Content is protected !!