📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মালদায় বাজ পড়ে মৃত্যু ১১ জনের। মৃতদের মধ্যে তিন নাবালক ও ২ যুবক আছে। ঝড়বৃষ্টি দেখে আম কুড়োতে যান তাঁরা। স্থানীয় সূত্রে খবর বাজ পড়ে মৃত্যু হয় তাঁদের। মৃতদের মধ্যে একজন প্রৌঢ়াও আছেন। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় একজনের। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় মালদায়। পুরনো মালদার সাহাপুরে এক নাবালক-সহ তিন জনের মৃত্যু হয়। গাজোলের আদিনাতেও বজ্রপাতে একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে খবর, আম কুড়োতে গিয়ে ওই ছাত্রের মৃত্যু হয়। মানিকচক ব্লকেও প্রাণ হারিয়েছেন দুই নাবালক ও এক বৃদ্ধ।

