📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বসিরহাট ও দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থীদের মনোনয়নে কোনও ক্রটি নেই। বিজেপির দাবি খারিজ করে বুধবার একথা জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এর আগে হাজি নুরুল এবং মালা রায়ের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে কমিশনে গিয়েছিল রাজ্য বিজেপি। বঙ্গ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এদিন অভিযোগ করেন, বসিরহাট এবং দক্ষিণ কলকাতা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থীর মনোনয়নে গুরুতর গলদ রয়েছে।
কমিশন সেই দাবি খারিজ করতেই রাজনৈতিক মহলের দাবি, রাজ্যে লোকসভা ভোটের ময়দানে ফের একবার মুখ পুড়ল বিজেপির। নো ডিউজ সার্টিফিকেট জমা না দেওয়ার জন্য সম্প্রতি বীরভূম কেন্দ্রে বাতিল করা হয়েছিল বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন। সেই একই অভিযোগ এদিন বিজেপির তরফে তোলা হয় হাজি নুরুল এবং মালা রায়ের বিরুদ্ধে।