বয়স সূর্যের ১০০ গুণ, আয়তনে পৃথিবীর সমান! নয়া গ্রহের খোঁজ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মহাকাশে নয়া গ্রহর খোঁজ পেলেন বিজ্ঞানীরা। পৃথিবীর সম আয়তনের গ্রহটি অবশ্য সূর্যের চেয়ে বয়সে অনেক প্রবীণ।

আবিষ্কার হওয়া নতুন গ্রহটির নাম Speculoos-3b। পৃথিবী থেকে দূরত্ব ৫৫ আলোকবর্ষ। মহাকাশে এক বামন নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে চলেছে সেই গ্রহটি। সে নক্ষত্র সূর্যের চেয়ে অনেক ঠান্ডা, ঔজ্জ্বল্যও অনেক কম।

Speculoos-3b তার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেই ১৭ ঘন্টা। অর্থাৎ পৃথিবীর নিরিখে ওই গ্রহে ১৭ ঘণ্টায় এক বছর।

বেলজিয়ামের লেইগ বিশ্ববিদ্যালয়ের মহাকাশবিজ্ঞানীদের এই আবিষ্কার নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়েছে।

error: Content is protected !!