📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অর্জুন সিংকে খাঁচায় বন্দি করে রাখতেই তৃণমূল কংগ্রেসে নেওয়া হয়েছিল৷ ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে প্রচারে গিয়ে এমন মন্তব্যই করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ে ব্যারাকপুরে জয়ী হন অর্জুন৷ তারপর থেকেই এলাকা অশান্ত হয়ে ওঠে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর অর্জুন তৃণমূলে ফিরে যান। তৃণমূল তাঁকে লোকসভার টিকিট না দেওয়ায় ফের বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন তিনি।
অভিষেকের হাত ধরেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন অর্জুন৷ সেই প্রসঙ্গে অভিষেক বলেন, “২০২২ সালে যখন অর্জুন দলে এসেছিল তার পর থেকে খাঁচাবন্দি ছিল। এলাকায় কোনও সন্ত্রাস হয়নি। তখন হয়তো অনেকে ভেবেছিল, অর্জুন সিংকেই তৃণমূল টিকিট দেবে। কিন্তু তৃণমূল এত বোকা নয়।”
অভিষেক আরও বলেন, তাঁরা অর্জুনকে বর্জন করার পর বিজেপি তাঁকে গ্রহণ করেছে৷ তাঁর কটাক্ষ, “লোকসভা নির্বাচনে হারের পর বিজেপির জার্সি খুলে ফেলবেন অর্জুন।”

