📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ৭টি জেলায় বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়া। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সন্ধের দিকে ওই জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেখানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।