বিষ খাইয়ে জুবিনকে খুন ম্যানেজারের? চাঞ্চল্যকর দাবি ব্যান্ড সদস্যের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে এ বার বিস্ফোরক দাবি করলেন তাঁর টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী। তদন্তকারীদের জেরার মুখে তিনি প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, জুবিন সাঁতার জানত। তাই জলে ডুবে তাঁর মৃত্যু সম্ভব নয়। সিদ্ধার্থই জুবিনকে বিষ খাইয়েছে বলে দাবি করেছেন তিনি।